সাননিউজ ডেস্ক: তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে শনিবার (৮ জানুয়ারি) একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন। তিনি সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একইসঙ্গে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তিনি।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শনিবার সকালে ঢাকায় পৌঁছার পর বিমানযোগে প্রতিনিধিদলসহ তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর পর ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
কক্সবাজার থেকে পরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন এবং যেখানে বৃক্ষরোপণসহ নানা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর ক্যাম্প-১৭ এ আশ্রিত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পরিদর্শনের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে দুপুরে বিশেষ বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
সাননিউজ/এমআর