নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে সড়ক বিভাজক ভেঙে এনা পরিবহনের একটি বাস বিপরীতগামী একটি মাইক্রোবাসকে চাপা দিয়েছে। এঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসটির চালক।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল নয়টায় রাজধানীর খিলক্ষেত এলাকার বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার এসআই রাসেল পারভেজ এ দুর্ঘটনার বিষয়িটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিলো। বাসের চালক পালিয়ে গেছেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের ওই বাস হোটেল লা মেরিডিয়ানের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।
অন্যদিকে খিলক্ষেত থানার উপপরিদর্শক সাবরিনা রহমান মৌরি বলেন, বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর এয়ারপোর্ট রোডে কিছুটা যানজট সৃষ্টি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সান নিউজ/এফএইচপি