নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৪৬ হাজার ৫১৬ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২০ উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠ ভোটে পাস হয়।
সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ ২০১৯-২০২০ অর্থবছরে তাদের মূল বরাদ্দের চেয়ে বেশি অর্থ খরচ করেছে, তার অনুমোদন নিতেই এই সম্পূরক বাজেট পাস হয়।
আগামী ৩০ জুন সমাপ্য অর্থবছরে কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুর করা অর্থের অধিক অর্থ দেওয়া ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব দেওয়ার জন্য এ সম্পূরক বিল আনা হয়।
সান নিউজ/ আরএইচ