নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ৪০ জন সংসদ সদস্যকে চলতি বাজেট অধিবেশনে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। এদের বেশির ভাগই প্রবীণ।
এই অধিবেশনের আসনবিন্যাসও করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। এ অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ৮৫ জন এমপি উপস্থিত থাকছেন।
জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, স্বাস্থ্যগত দিক বিবেচনায় অভিবেশনে যোগ না দিতে অন্তত ৪০ জন এমপির তালিকা করে তাদের অনুরোধ জানানো হয়েছে।
এর মধ্যে কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন, আবার কেউ কেউ সুস্থও হয়েছেন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জেপির সদস্য রয়েছেন।
সান নিউজ/ আরএইচ