নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এর আগে এ ঘটনায় শোক প্রকাশ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে অর্ধশতাধিকের বেশি যাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে দপদপিয়া এলাকায় পৌঁছলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত ৭০ জনকে বরিশাল শের- ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের অনেকের অবস্থায়ই আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সান নিউজ/এফএইচপি