নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব করোনা মহামারিতে দেশে করোনা দুর্যোগ মোকাবেলায় নতুন কৌশল আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
রোববার ১৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. ইউসুফ হারুন জানান, প্রেরিত প্রস্তাবটি সাধারণ ছুটি সংক্রান্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানীসহ দেশের যে অঞ্চল, এলাকা শহর গ্রাম মহল্লা যখনই রেড জোন হিসাবে ঘোষণা করবে সে এলাকা সাধারণ ছুটির আওতায় বলে গণ্য হবে। সে জন্য নতুন কোনো আদেশের প্রয়োজন হবে না।
অর্থাৎ রেড জোন ঘোষিত এলাকার মধ্যে কোন কর্মকর্তার বাসস্থান হলে তাদেরকে অফিসে যাওয়া লাগবে না। আবার যদি রেড জোনের মধ্যে কোন অফিস থাকে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে।
সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে।
তবে বিশ্ববিদ্যালয়, ব্যাংক বীমা ইত্যাদি ধরনের প্রতিষ্ঠান যারা নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয় তারা এ বিষয়ে আলাদা করে আদেশ জারি করবে বিচার বিভাগ।
জনপ্রশাসন সচিব জানান, সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন করার পর জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করবে।
সান নিউজ/সালি