মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০২১ ০৮:৫৪
সর্বশেষ আপডেট ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:১৩

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজির যাত্রী চালকসহ নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন আরও দু’জন। রোববার (১৯ ডিসেম্বর) সাড়ে দশটায় ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন, যাত্রী ফাতেমা আক্তার পান্না (৪০), চালক মোঃ স্বপন (৩৫)। এছাড়া আহত হয়েছেন, ফাতেমার দুই ছেলে সাকিব (১৩) ও ছোট ছেলে রাইসুল আলম (১০)। মৃত ফাতেমার স্বামী দুবাই প্রবাসী শাহ আলম, কুমিল্লা, বরুড়া, আড্ডা গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, মৃত স্বপন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা গ্রামের মৃত মোঃ শহীদের ছেলে। তবে কাফরুলের ইব্রাহিমপুরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলের জনক ছিলেন স্বপন। এছাড়া তিনি দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

নিহতের পান্নার বোন জামাই কোভিদ হোসেন জানান, গত দুদিন আগে ফাতেমা আক্তার দুই ছেলেকে নিয়ে তার খালাতো বোন, নাজনীনের বাড়ি সানারপাড় এলাকায় বেড়াতে গিয়েছেন। সেখান থেকে সিএনজিযোগে তার বড় বোন শিল্পীর বাসা দক্ষিনখানে যাচ্ছিলেন। সিএনজি খিলগাঁও বনশ্রী এলাকায় পৌঁছানো মাত্র অছিম পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়, এতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও যাত্রী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর ফাতেমা আক্তারকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই সহোদর ভাই সাকিব ও রাইসুল আলম চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ দু’টি মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা অবগত রয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, হামাসের প্রত্যাখ্যান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে ম...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

১৫ এপ্রিল; লেওনার্দো দা ভিঞ্চির জন্মদিন

আজ ১৫ এপ্রিল ইতিহাসের পাতায় থাকা অনন্য শিল্পকর্ম ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা