নিউজ ডেস্ক:
করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার জন্য আসা চীনের বিশেষজ্ঞরা রাজধানীর বিভিন্ন হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও বিভাগে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। চীনের ১০ সদস্যের প্রতিনিধি দলটি অনলাইনে বৈঠক ও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইনে কথা বলছে।
মাঠ পর্যায়ে তারা রোগী এবং ডাক্তারদের সাথে কথা বলে বাংলাদেশে করোনার ধরণ নিয়ে বিশেষ পর্যবেক্ষণ করছেন। শুধু তাই নয়, বাংলাদেশে ভাইরাসটির বিভিন্ন পর্যায়ের মিউটেশন এবং এর চিকিৎসায় কার্যকরী ওষুধ সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছে প্রতিনিধি দলটি।
চীনা বিশেষজ্ঞ টিম বাংলাদেশের সহকর্মীদের সঙ্গে কোভিড-১৯ ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। পাশাপাশি এ টিমের সদস্যরা ল্যাব পরিসেবাগুলোর সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বাস্তবসম্মত প্রস্তাবনা দিচ্ছেন।
চীনা দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি ৯ জুন থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে আলোচনা করেছে।
ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত ইয়ান হুয়ালং গতকাল তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, বিশেষজ্ঞ দলটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে।
উল্লেখ্য করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি গত ৮ জুন ঢাকায় এসেছে। আগামী ২২ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে তারা। ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন। আগামী ২২ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে তারা। ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন।
সান নিউজ/ বি.এম.