নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- আলামিন (৫০), মো. দুলাল (৩৫ ), মো. হাবিব (৩০), মো. রাসেল (৩৫) মো. বেলাল (৩০)।
হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. শাহ আলম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় রামপুরা থেকে সিএনজি যোগে বনানীতে যাওয়ার পথে এয়ার ফোর্স হেডকোয়ার্টারের সামনে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালকসহ পাঁচজন রাস্তায় পড়ে আহত হন। তাদের চিকিৎসার জন্য রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতরা সবাই ডেকোরেশন শ্রমিক। বনানীতে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে তিনজন চিকিৎসাধীন। একজনকে পুঙ্গ হাসপাতালে রিফার করা হয়েছে।
জানা যায়, আহতরা তেজগাঁও বেগুনবাড়ি রশিদের বাড়ির ভাড়াটিয়া। মাইক্রোবাসটি বনানী থানায় জব্দ রয়েছে।
সাননিউজ/এমআর