নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে সাগর হোসেন (২০) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আহত সাগর পেশায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইন সংযোগ স্থাপনকারী।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে নিয়ে আসা আহত সাগরের বন্ধু কামাল জানান, সাগরের সাথে স্থানীয় জুনিয়র গ্রুপের নাঈমের সঙ্গে ইন্টারনেট সংযোগ দেয়া নিয়ে দ্বন্দ্ব চলছিলো। তারই জের ধরে তালতলায় সাগরের ভাড়া বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকেলে জুনিয়র গ্রুপের নাঈম, বিল্লাল, আশিক, শান্ত ,খলিল, জাহিদসহ ৮-১০ জন মিলে চাপাতি দিয়ে সাগরের দুই হাতে, মাথায় ও পেটে অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাতটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক জানান, আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট শেরেবাংলা নগর থানায় অবগত করা হয়েছে।
সান নিউজ/এফএইচপি