নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে নিজ ভবনের থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৫৭)। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কদমতলায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের সদর উপজেলার রাজারচড় গ্রামের মৃত নুরুল হকের ছেলে হাবিবুর রহমান। তার স্ত্রীর নাম সেলিনা রহমান। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।
মৃতের মেয়ে তানিয়া আক্তার বলেন, সবুজবাগ কদমতলায় একতলা তাদের নিজ ভবনের ছাদে পানির ট্যাংকিতে পানি আছে কিনা দেখতে লোহার মই দিয়ে উপরে উঠার সময়ে মই নিয়ে ছাদে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। সে সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। শব্দ শুনে নিচ থেকে স্বজনরা ছাদে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ