নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা এলাকা থেকে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের কাউটন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। গ্রেফতারকৃত ব্যক্তির মো. ছানোয়ার হোসেন(৩২)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কৈজুড়ীর ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আমির হামজার ছেলে।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার( এডিসি) সাইদ নাসিরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রামপুরায় অভিযান চালিয়ে আটকৃত ছানোয়ার হোসেনকে রামপুরা থেতে গ্রেফতার করে বলে পুলিশ দাবি করে।
সূত্র জানায়, মোঃ ছানোয়ার হোসেন (৩২), তার ছদ্দনাম ব্যবহার করে ব্যক্তিগত মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের সাহায্যে বাংলাদেশের জাতির পিতা, মাননীয় প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা প্রচার করে আসছিল।
অভিযোগ ও তথ্যের ভিত্তিতে রোবাবার বিকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশের নেতৃত্বে রামপুরায় অভিযান চালিয়ে ডি,আইটি রোড, রিমা গ্লাস হাউসের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ ছানোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফাতার ছানোয়ার হোসেনের কাছ থেকে টিকটক নির্মাণের জন্য ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ বলেন,আসামী ছানোয়ার হোসেন তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত আছে বলে স্বীকার করে। আরও চাঞ্চলকর গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য এই প্রপাগান্ডামূলক ভিডিও আপলোডকারীর আরো সহযোগী সদস্যের জড়িত আছে মর্মে গ্রেফতারকৃত আসামীকে ০৫ দিনের পুলিশ রিমান্ড এর আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাননিউজ/জেআই