নিজস্ব প্রতিবেদক:
"বর্তমানে মোবাইল কলরেটের খরচ এত কম যে, অপ্রয়োজনীয় কথা বলার পরিমাণ অনেক হারে বেড়ে গিয়েছে। এতে করে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ার ঘটনাও ঘটছে।
তবে আমরা মূলত কথা বেশি বলাকে নিয়ন্ত্রণ করার জন্য এ শুল্ক বাড়াইনি। বরং কলরেট খুব কম, তাই এক্ষেত্রে মাত্র ৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। এমনটাই বললেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
শুক্রবার (১২ জুন) নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট-উত্তর অর্থমন্ত্রীর কাছে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান এই উত্তর দেন।
এসময় মোবাইল কলরেটে যে শুল্ক বাড়ানো হয়েছে তাতে সাধারণ মানুষের তেমন ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি। বলেন, ‘আমাদের একটা সমস্যা হচ্ছে কত শতাংশ বাড়ানো হলো সেটা বিবেচনা না করেই এর বিরোধিতা করা হয়। এখানে মাত্র ৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে।’
আবু হেনা মো. রহমাতুল মুনিম আরো বলেন, ‘বাজেট প্রস্তাবের সঙ্গে সঙ্গে বর্ধিত কলরেট বাড়ানো শুরু হয়েছে এটা নিয়ম অনুয়ায়ীই হয়েছে।’
প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অপরদিকে সিম ও রিম কার্ডের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে করে নতুন সংযোগ নেয়ার ক্ষেত্রেও গ্রাহকদের খরচ বাড়বে।
সান নিউজ/ আরএইচ