নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা পর দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল নয়টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দেশের কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯৪ শতাংশ ছিল।
আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মধ্য আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাননিউজ/এমআর