নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
হাসপাতালে টানা আট দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হলেও এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বৃহস্পতিবার বলেন, উনার অবস্থা সংকটাপন্ন, অবস্থার উন্নতি হয়নি। বরং অবনতির দিকেই যাচ্ছে।
উন্নত চিকিৎসার জন্য পরিবার নাসিমকে সিঙ্গাপুরে নিতে চাইলেও তার বর্তমান শারীরিক অবস্থায় সেটা সম্ভব নয় বলে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম গত নয় দিন ধরে করোনা আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে থাকা অবস্থায় গত ৫ জুন সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। নাসিমকে নেয়া হয় লাইফ সাপোর্টে। এরপর দুই দফা তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এলেও লাইফ সাপোর্ট সরানো সম্ভব হয়নি।
মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের বরাত দিয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া শুক্রবার (১২ জুন) দুপুরে গণমাধ্যমকে বলেন, 'নাসিম ভাইয়ের অবস্থা অপরিবর্তিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নাসিম ভাইয়ের ছেলে তানভীর শাকিল জয় দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।'
সান নিউজ/সালি