নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের গণপরিহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবীতে রাজধানীতে আজও বিভিন্ন সড়ক অবরোধ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির ২৭ নাম্বার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, আমরা বেশ কয়েকদিন ধরে গণপরিবনে অর্ধেক ভাড়া নেওয়ার দাবি জানাচ্ছি। কিন্তু সরকার কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না। সরকার আমাদের কথা চিন্তা না করে শুধু গণপরিবহণ মালিকদের কথা চিন্তা করছে।
আয়ডিয়াল কলেজের শিক্ষার্থী নূরনবী বলেন, সরকার দ্রুত হাফ ভাড়া বিষয়ে কোন সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পর বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। এরপর শিক্ষার্থীরা বেশ কিছু দিন ধরে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করে। এরমধ্যে সড়কে নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর আবারও সরব হয়ে ওঠে শিক্ষার্থীরা। এর আগে রাজধানীর গুলিস্তান, মতিঝিল, ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে।
সাননিউজ/জেআই