নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন স্মৃতি আক্তার (২৩) নামে এক নারী।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্মৃতি আক্তার টঙ্গীতে মায়ের কাছে থাকেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অচেতনতার ঘোরে স্মৃতি আক্তার বলেন, ‘আমি দেশের বাহিরে জর্ডানে যাবো বলে টাকা জমা দিতে এসেছিলাম। আমার গলায় সোনার চেন ছিলো। এছাড়া আমার কাছে এক লাখ টাকাও ছিলো।’
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক শাহ জালাল জানান, আজ ওই নারী টঙ্গী থেকে বিআরটিসি বাসে ওঠেন। মহাখালীতে নামবে বলে ভাড়া দেন। তার সঙ্গে তিন মাস বয়সী কন্যা সন্তান ছিলো। দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে গুলিস্তান ট্রাফিক বক্সের সামনে নামিয়ে দেন সুপারভাইজার ও ড্রাইভার। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, ওই নারীর এখনো পুরোপুরি জ্ঞান ফিরেনি। তার সন্তানকে পল্টন থানায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার বিস্তারিত বলা যাবে।
সান নিউজ/ এমবি