শনিবার, ১২ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ২৭ নভেম্বর ২০২১ ০৪:২২
সর্বশেষ আপডেট ২৮ নভেম্বর ২০২১ ০৪:২৫

মারা গেল ভবন থেকে ফেলে দেয়া সেই নবজাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিটে নাভানা ভবন থেকে ফেলে দেয়া নবজাতক কন্যাটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় নবজাতকটি মারা যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, নবজাতকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত রাত আনুমানিক সাড়ে এগারোটায় দিকে রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিটে নাভানা ভবন থেকে নবজাতককে ফেলে দেয়া।

উদ্ধারকারী শিক্ষার্থী অপূর্ব রবি দাস জানান, তারা কয়েক বন্ধু হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে বসে মোবাইলে গেইমস খেলতে ছিলেন। হঠাৎ একটি শব্দ পান। তখন তারা সামনে এগিয়ে যান। একটি ১০ তলা ভবনের সামনের দিকে ১ তলা বরাবর টিনের একটি সেট রয়েছে। সেখানে কোনো একটি তলা থেকে টিনসেটের উপর পড়ে। এরপর আবার সেখান থেকে নবজাতকটি ওই টিনসেটের নিচে পড়ে রয়েছেন। তারা দেখতে পায় নবজাতক (কন্যা)। এর মধ্যে শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। তবে নবজাতকের কোনো অভিভাবক না আসায় স্থানীয়দের পরামর্শে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখানে থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা