নিজস্ব প্রতিবেদক: নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির মূল চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুনকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সময় ময়লার ওই গাড়িটি নিজে না চালিয়ে বদলি চালক রাসেল খানকে দিয়ে চালাচ্ছিলেন হারুন। পুলিশ রাসেল খানকে ঘটনার পরপরই গ্রেফতার করে। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাজধানীর গুলিস্তান গোলচত্বরে ২৪ নভেম্বর বেলা ১১টায় ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দুর্ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ শিক্ষার্থীরা।
সান নিউজ/এফএইচপি