নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় মারা যাওয়া সংবাদকর্মী আহসান কবির খানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় ময়নাতদন্তকারী চিকিৎসক প্রভাষক ডাঃ ফাহমিদা হক তার ময়নাতদন্ত সম্পন্ন করেন।
ময়নাতদন্ত শেষে মৃতের ছোট ভাই এ কে এম আসাদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে দাফনের জন্য তার মৃতদেহ বুঝে নেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
পরে বেলা সাড়ে ১১ টায় সাদা রঙের লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে লাশ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হন। তিনি বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সময় নির্ধারণ করে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারালেন আহসান কবির খান। কবির খান দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর সাবেক কর্মীও ছিলেন।
জানা গেছে, অন্য সব যানবাহনের সঙ্গে উত্তর সিটির ময়লার গাড়িটি আটকে ছিল। সিগন্যাল ছাড়া মাত্রই সিগন্যালে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আহসান কবীর খান ছিটকে পড়েন। তিনি বাইকের পেছনে ছিলেন। তার মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এরপর পেছন থেকে লোকজন ধাওয়া দেয় গাড়িটিকে। গ্রিনরোড সিগন্যাল পর্যন্ত গিয়ে চালক এবং তার সহযোগী গাড়ি সেখানে রেখে পালিয়ে যায়। অন্যদিকে, নিহত কবীরের মাথা থেঁতলে গেছে। তাকে খালি চোখে চেনার কোনো উপায় নেই। তার কাছে থেকে পরিচয়পত্র থেকে তাঁকে শনাক্ত করা হয়।
সান নিউজ/এমকেএইচ