নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহতের ঘটনায় দ্বিতীয় দিনেও উত্তাল রাজধানীর রাজপথ।
আন্দোলনরত শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ শেষে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে।
এর আগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ ছাড়ে শিক্ষার্থীরা।
এসময় তারা মেয়রের আশ্বাস না পাওয়া পর্যন্ত ফটক ছেড়ে না যাওয়ার ঘোষণা দেয়। এসময় তারা চালকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে।
অবস্থান কর্মসূচিতে তারা 'খুনি কেন বাইরে, আমার ভাই কবরে' বলে স্লোগান দিতে থাকে।
সান নিউজ/এফএইচপি