নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ একই পরিবারের শিশুসহ চার জনের মধ্যে মা-ছেলের মারা গেছেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১১টায় আইসিইউতে চিকিৎসাধীন শিশু শ্রী উরফ চন্দ্র বৌদ্ধ (৫) ও রাত তিনটায় মারা গেছেন তার মা প্রিয়াংকা রানী বৌদ্ধ (৩২)। শিশু উরফ শরীয়তপুর ভেদরগঞ্জ নারায়ণপুর গ্রামের পান ব্যবসায়ী শ্রী সুধাংশু বৌদ্ধের ছেলে। আর মৃত পিয়াংকা সুধাংশু বৌদ্ধের স্ত্রী।
এর আগে সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মুগদা ৩৭/৩৭, মাতব্বরগলি, সাজুর ৫ তলা বাড়ির নীচতলার ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, মৃত প্রিয়াংকার ৭২ শতাংশ ছেলে উরফ (৫) ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে দু’জন। তারা হলেন, সুধাংশু (৩৫)। তার ২৫ শতাংশ গেছে। আর শাশুড়ি সেফালী বাড়ই (৫৫)। তার ৩৫ শতাংশ পুড়ে গেছে।
সান নিউজ/এমকেএইচ