নিজস্ব প্রতিবেদক: ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও রাহাজানির ঘটনা বেড়েছে।
সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আগের তুলনায় মামলা কমেছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট মামলার সংখ্যা ছিলো ৬ লাখ ৬১ হাজার। ২০২০-২১ অর্থবছর শেষে মামলা সংখ্যা ৫ লাখ ৬৯ হাজার ৩৬২। প্রায় ৯১ হাজার মামলা কমেছে।
তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে ডাকাতির মামলা ছিলো ৩৩৬, ২০২০-২১ অর্থবছরে ৩২১। রাহাজানি ছিলো ৯১৯, এ বছরে বেড়ে হয়েছে ১ হাজার ৪৮। অস্ত্র আইনে মামলা ছিলো ২ হাজার ১৬৭, ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৭৪৭। ২০১৯-২০ অর্থবছরে খুনের মামলা ছিল ৩ হাজার ৪৮৫, ২০২০-২১ অর্থবছরে তা হয়েছে ৩ হাজার ৪৫৮।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৯-২০ অর্থবছরে ধর্ষণ মামলা ৫ হাজার ৮৪২, ২০২০-২১ অর্থবছর বেড়ে ৭ হাজার ২২২। নারী নির্যাতন ১২ হাজার ৬৬০ থেকে ২০২০-২১ অর্থবছরে বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৬৭।
মামলা প্রায় ৯০ হাজার কমেছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিজিটাল কোর্ট হওয়ার ফলে বাসায় থেকে বা অন্যস্থানে থেকে মামলাগুলো হ্যান্ডেল করা গেছে।
সান নিউজ/এফএইচপি