নিজস্ব প্রতিনিধি:
২০২০-২১ অর্থবছরে বাজেট প্রস্তাবনায় বেশ কিছু পণ্য ও সেবার শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এ সব পণ্য ও সেবার দাম বাড়তে পারে আগামী অর্থ বছরে। এই তালিকায় রয়েছে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার সেবা।
এই দুই সেবার ভাড়ার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যা আগে ছিল ২৫ শতাংশ। বাজেট পাস হলে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়ার উপর সম্পূরক শুল্ক হবে ৩০ শতাংশ। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সম্বলিত ১১০ পৃষ্ঠার বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।