নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নদীর প্রকৃত সংখ্যা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি দখল হয়ে যাওয়া নদী উদ্ধারের প্রক্রিয়া জানতে চেয়েছে হাইকোর্ট।
রোববার (২১ নভেম্বর) দুপুরে এমন আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ।
গণমাধ্যমকে এমন খবর নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নদী রক্ষা কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
সাননিউজ/জেআই