নিজস্ব প্রতিবেদক:
দেশের ইতিহাসের সব থেকে বড় বাজেট পেশ করা হল সবচেয়ে কম সময়ে। অতীতে তিন থেকে পাঁচ ঘণ্টার মতো বাজেট বক্তব্য দেওয়া হলেও করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে এবার সংক্ষিপ্ত পরিসরে বাজেট উপস্থাপন হয়েছে। ফলে পৌণে একঘণ্টায় শেষ হলো ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট পেশের দিন বৈঠক সব মিলিয়ে ৫০ মিনিট চলে। বাজেট পেশ ছাড়াও অর্থমন্ত্রী এ সময় অর্থবিল ২০২০ পেশ করেন।
এদিকে সংক্ষিপ্ত পরিসরে উত্থাপন হলেও বাজেট বক্তৃতা বিগত বছরের চেয়ে ছোট ছিল না। এবারের বাজেট বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার। যেটা চলতি ২০১৯-২০ অর্থ বছরেরই সমান। অর্থমন্ত্রী ৪৭ মিনিটের মতো বাজেট বক্তব্য দিলেও নিজে পাঠ করেছেন সব মিলিয়ে ৫/৭ মিনিটের মতো। বাকি পুরোটাই তিনি ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করেন।
প্রসঙ্গত, বিগত অর্থ বছরে বাজেট পেশের পাশাপাশি তার চুম্বক অংশ পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় দেখানো হলেও এবারই প্রথম অর্থমন্ত্রী পাঠ না করে প্রায় পুরো অংশই ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন।