নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
সায়েদাবাদ জনপথ মোড়ে বিস্ফোরণের আগুনের ঘটনায় দগ্ধ মো. কবির দেওয়ান (৩৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বুধবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় মারা গেছেন।
মঙ্গলবার ভোরে মারা যায় মো. রিপন জমাদার (৪০), সকালে মারা যায় মো. কালাম (৫০) ও রাতে মারা যায় মো. শফিক (৫০), রোববার বিকেলে মারা যায় বিশ্ব নাথ দত্ত।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, কবিরের শরীরে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অপর একজন রবিন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডারে রং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
সাননিউজ/এমআর