নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনে ভাড়া বৃদ্ধির পর শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে।
বুধবার (১৭ নভেম্বর ) সকালে রাজধানীর মহাখালী আমতলী এলাকায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেশ কয়েকটি গাড়ি হাফ ভাড়া নিচ্ছে কিনা তা চেক করার সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আন্দোলন কারীদের ওপর হামলা চালায়।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
কলেজ ছাত্রলীগের এক নেতা সাননিউজকে জানান, এখানে আন্দোলনকারী সব শিক্ষার্থী বহিরাগত। তিতুমীর কলেজের নাম ভাঙ্গিয়ে তারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলো। তাই আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তাদের ওপর কেউ হামলা চালায়নি।
আন্দোলনকারী রাব্বী বলেন, আমরা এখানে এসেছিলাম আলিফ বাস যেন আমাদের হাফপাস নেয় সে কারণে। কিন্তু কোথা থেকে তারা এসেছে আমরা বুঝতেই পারলাম না। এসে আমাদের উপর হঠাৎ মারধোর শুরু করলো। আমাদের গলায় আইডি কার্ড থাকার পরও তারা আমাদের বহিরাগত বলা শুরু করেছে।
সান নিউজ/এনএএম