নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন মো. শফিক (৫০) নামে আরও একজন মারা গেছেন। মৃত শফিক ঢাকার সূত্রাপুরের মৃত লাল মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা চার জনে। মারা যাওয়া অন্য তিনজন হলেন বিশ্বনাথ দত্ত, রিপন মিয়া ও আবুল কালাম।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে রোববার (১৪ নভেম্বর) বিশ্বনাথ দত্ত নামে একজনের মৃত্যু হয়। পরে রিপন মিয়া নামে আরেকজন মারা যান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আবুল কালামের মৃত্যু হয়। আর মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতেই মৃত্যু ঘটে শফিকের। শফিকের শরীরে ৭৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কবির নামের ১ জন। তার ৮৫ শতাংশ পুড়ে গেছে। আর শামসুদ্দিন রবিন নামে একজনের ৫ শতাংশ বার্ন হওয়ায় তিনি চিকিৎসা নিয়ে আগেই হাসপাতাল ছেড়েছেন।
উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডারে রং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সান নিউজ/এনএএম