নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭ নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. নুর আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যের চার কর্মচারী হলেন- প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী, ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।
এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২৯ নম্বর কক্ষ থেকে ১৭ নথি হারানোর কথা জানিয়ে গত ২৮ অক্টোবর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জিডি সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর সংশ্লিষ্ট ব্যক্তিরা অফিস করে নথিগুলো ফাইল ক্যাবিনেটে রাখেন। পরের দিন দেখা যায় ফাইলগুলো ক্যাবিনেটে নেই।
এঘটনায় উপসচিব নাদিয়া হায়দার শাহবাগ থানায় জিডি করেন।
সান নিউজ/এফএইচপি