নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব অনুযায়ী দ্বিতীয় দিনের মত লকডাউন চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকায়।
বুধবার (১০ জুন) থেকে পরীক্ষামূলকভাবে লকডাউনের পর অঞ্চলটিতে বেশ কড়াকড়ি চোখে পড়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। ওই এলাকায় মাত্র একটি প্রবেশ ও বেরোনোর পথ খোলা রেখে বাকি সাতটি আটকে দেয়া হয়েছে।
প্রথম দিনের চেয়ে সাধারণ মানুষ কিছুটা হলেও অভ্যস্ত হতে শুরু করেছেন পরিস্থিতির সাথে। নিয়ম মেনে জরুরি প্রয়োজনে নিয়োজিতরা বের হচ্ছেন এলাকা থেকে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির জন্য সীমিত পরিসরে বিক্রেতাদের ঢুকতে দেয়া হচ্ছে। একই সাথে ওই এলাকায় দেয়া হচ্ছে প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সার্ভিস।
লকডাউন চলাকালে পূর্ব রাজাবাজার এলাকার জনসাধারণের যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য বেশকিছু ফোন নম্বর প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা প্রয়োজনীয় ফোন নম্বরগুলোর মধ্যে রয়েছে-
মানবিক সহায়তার জন্য- ৩৩৩, ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪
কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য- ব্র্যাকের প্রতিনিধি ডা. ফারহানা ০১৭১৩-০৯৫২৭৯, আইইডিসিআর প্রতিনিধি ডা. ফারজানা ০১৭১৯-২১২৫৯১।
সান নিউজ/ আরএইচ