নিজস্ব প্রতিবেদকঃ পুরান ঢাকার চকবাজারের ইমামগঞ্জ মোড়ে এসকে টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম বলেন, সোয়া দুই ঘণ্টার চেষ্টায় চকবাজারের এসকে টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির কোনো হিসাব জানাতে পারেনি তিনি।
সান নিউজ/এমএইচ