নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারের ইমামগঞ্জ মোড়ে এসকে টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত টাওয়ারের তৃতীয় তলায় বিকেল সাড়ে চারটায় আগুন লাগলে খবর পেয়ে চকবাজার, লালবাগসহ আশপাশের নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা গেছে, টাওয়ারটিতে প্লাস্টিক, ক্রোকারিজ ও খেলনার দোকান রয়েছে। আগুনে সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি।
সান নিউজ/এমএইচ