কূটনীতিক প্রতিবেদকঃ গ্লাসগো ও লন্ডন সফর শেষে প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় সকাল নয়টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এবং ফ্লাইটটি স্থানীয় সময় সকাল এগারোটা ১৫ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মহামারি করোনা কেটে গেলে প্রধানমন্ত্রী আবারও প্রবাসীদের সঙ্গে দেখা করবেন।
সান নিউজ/এমএইচ