নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। নিহতের নাম বিল্লাল হোসেন (৪০)। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর পৌনে বারোটায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত বিল্লাল ভোলা সদর উপজেলার চরনাবাদ গ্রামের আব্দুল রশিদের ছেলে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। এছাড়া এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন বিল্লাল। তার স্ত্রী রোজিনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। তারা খিলক্ষেত মধ্য পাড়া এলাকায় থাকেন।
বিল্লালকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সাইদুল ইসলাম জানান, পেশায় বিল্লাল রাজমিস্ত্রি। তিনি খিলক্ষেত উত্তরপাড়া ভূঁইয়া পাড়া রোডের শেষ মাথায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় মাচাংএ দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত বরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ