নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শাহবাগে জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া কমানোর দাবিতে কর্মসূচি পালন করছে আটটি প্রগতিশীল ছাত্র সংগঠন। পরে পুলিশের অনুরোধে কর্মসূচির সমাপ্ত করে দেয় সংগঠনগুলো।
এর আগে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর বারোটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনগুলো।
এই কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী ও পাহাড়ি ছাত্র পরিষদসহ মোট আটটি দলের শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।
জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি সমাপ্ত করে দিতে অনুরোধ জানায় শাহবাগ থানা পুলিশ। পরে দুপুর পৌনে একটায় অবস্থান কর্মসূচি সমাপ্ত করে দেন আন্দোলনকারীরা।
ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের জন্য খুবই মর্মান্তিক। জ্বালানি তেলের দাম কমানো ও বাস ভাড়া কমানোর দাবি আমাদের।
সান নিউজ/এমএইচ