নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে এক কিশোরের দেওয়া কোমল পানীয় মজো পান করে তিন স্কুলছাত্র অসুস্থ। সোমবার (৮ নভেম্বর) দুপুর দুইটায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর আশিককে (১৬) আটক করেছে পুলিশ।
অসুস্থ তিন স্কুলছাত্র হলো, রাকিব সরকার (১৩) সোলায়মান (১৩) ও মাহিন সিকদার (১৩)। তারা তিন জনই খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
অসুস্থ রাকিবের বাবা দুলাল সরকার বলেন, রাকিবসহ ক্লাসের দুই বন্ধুকে আশিক এক কিশোর মোজোর মধ্যে হয়তো ঘুমের ঔষধ জাতীয় কোন কিছু মিশিয়ে খাওয়ালে এতে তারা অসুস্থ হয়ে পড়েছিল।
সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সৈয়দ রাশেল বলেন, আশিক (১৫) নামের এক কিশোর তিন শিক্ষার্থীকে ক্লাস বিরতির সময় মোজো কমল পানীয়ের সাথে কিছু মিশিয়ে তিন শিক্ষার্থীকে পান করায়, এতে তিন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে।
তিনি আরও জানান, স্কুলের কর্তৃপক্ষ আশিককে স্কুলের ভিতরে আটক করে খিলগাঁও থানায় খবর দেয়। পুলিশের একটি টিম গিয়ে আশিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
অন্যদিকে, তিন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতাল। পরে সেখান থেকে বিকেলে তিন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে সেখানে চিকিৎসকরা তিন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা স্টোমাক ওয়াশ দেয়ার পর তাদের অবস্থা স্বাভাবিক হলে স্বজনরা নিয়ে যান।
সান নিউজ/এমকেএইচ