নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গতদুইদিন ধরে চলছিলো পরিবহন ধর্মঘট। ফলে বন্ধ হয়ে যায় সকল ধরনের যান চলাচল। এমন ধর্মঘটে জনভোগান্তির কথা চিন্তা করে বাস ও লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর দাবি মেনে নিয়েছে সরকার।
এদিকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের দাবির বিষয়ে সরকার সিদ্ধান্ত না দেওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তেলের দাম না কমা পর্যন্ত ধর্মঘট চলবে বলে দাবি জানিয়েছেন তারা। রোববার (৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ কথা না বলায় জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত আমরা ধর্মঘট অব্যাহত রাখব।
অন্যদিকে কাভার্ডভ্যান-ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলছেন, মাদের সঙ্গে আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমাদের কাছে এখনো কোন সংবাদ পৌঁছায়নি।
বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্যে আমরা অপেক্ষায় রয়েছি বলেও জানান তিনি।
সান নিউজ/এমএইচ