নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা ওয়াবদা রোডে গলায় ফাঁস লাগিয়ে স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তার নাম বিজয় ইসলাম রোহান (১৬)। সে স্থানীয় রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় এ ঘটনাটি ঘটে। রামপুরায় ভাড়া বাসায় ফ্যাসের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া আটায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার মৃত ইউসুফ আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট ।
মৃতের বড় ভাই হৃদয় ইসলাম জানান, তার বাবা ৬ মাস আগে স্টোক করে মারা গেছেন। মা ডায়াবেটিস রোগী, তিনি রাস্তায় হাটতে ও তার ওষুধ কিনতে গিয়ে ছিলেন। রোহান তার মাকে বলেছিল তার জন্য চানাচুর নিয়ে আসতে; তিনি আরও বলেন আমিও ছিলাম বাহিরে। বাসায় ফিরে মা দেখতে পায় ছেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে পরিবারের লোকজন কিছু বলতে না পারলেও। এ বিষয়ে মৃতের বড় ভাই বলেন, তার ভাই রোহান কিছুদিন যাবত কোন কারণে হতাশাগ্রস্ত ছিল। হয়তো তাই এ ঘটনাটি ঘটিয়েছে। তবে আমাদের কোন অভিযোগ নেই, আমরা বিনা ময়নাতদন্ত নিতে চাচ্ছি বলেও জানান তিনি।
সাননিউজ/এমআর