নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ এলাকায় দীর্ঘদিন বেকার থাকার পর হতাশাগ্রস্ত হয়ে বেকারত্বে হতাশাগ্রস্ত হয়ে রাজিব চক্রবর্তী(৩২) নামে যুবক আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬নভেম্বর) এই আত্নহত্যার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন সবুজবাগথানার উপ-পরিদর্শক এসআই আবির দেব নাথ।
এসআই আবির দেব নাথ বলেন, মৃত ব্যক্তি বেকার থাকার কারণে হতাশা ও দুশ্চিন্তা হরিয়ানা নিজেই নিজের উপর অভিমান করিয়া তার রুমে ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া দেখতে পেয়ে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে রাজিব চক্রবর্তীর বড় ভাই রাজেশ চক্রবর্তী জানান, গতকাল রাত সাড়ে দশটার দিকে তাকে খাবার খেতে ডাকতে গেলে তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। পরে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি দরজার ফাক দিয়ে দেখা যায় সে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, রাজিব অটোমোবাইল এর উপরে ডিপ্লোমা করেছিল সে একটি মিউজিক ডিপার্টমেন্টে পার্টটাইম টিউশনি করতেন করোনাকালীন সময় বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে যায় পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছে। বর্তমানে বেকার রয়েছে হয়তো সে কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারে।
মৃত রাজীব চক্রবর্তি ফেনী দাগন ভূইয়া উপজেলার গনিপুর গ্রামের অরুণ চক্রবর্তীর ছেলে। বর্তমানে সবুজবাগ ২৯ নং মায়াকানন ভবনে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
সাননিউজ/জেআই