নিজস্ব প্রতিবেদকঃ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে চাইলে আমাদের দাবিগুলো মানতে হবে বলে জানিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা। এ নিয়ে মালিক-শ্রমিক পরিষদের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেবের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠক করা হয়েছে শেষে। শনিবার (৬ নভেম্বর) মালিক-শ্রমিক পরিষদের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব এ কথা জানান।
মহাসচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল রোববার দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আর আমাদের এই দাবিগুলো পরিপূর্ণ ভাবে মানা হলে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় দুপুরে বৈঠকে ধর্মঘটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তখন তিনি আমাদের আশ্বাস দিয়ে জানান যৌক্তিক দাবিগুলো আলোচনা করে মেনে নেওয়া হবে।
এদিকে চট্টগ্রামে বাস ও ট্রাক মালিক-শ্রমিকের ডাকা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন এ তথ্য জানান।
সান নিউজ/এমএইচ