নিজস্ব প্রতিবেদকঃ ডিজেলের মূল্য বৃদ্ধি করায় গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছেন বাস ও ট্রাক মালিক-শ্রমিকেরা। জানা যায়, সরকার লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে তাই এই ধর্মঘট পালন করছে তারা। এ ধর্মঘট রোববার (৭ নভেম্বর) পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এ পর্যন্ত ধর্মঘট চলবে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার বলেন, আমাদের সিদ্ধান্ত মেনে না নেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
সান নিউজ/এমএইচ