নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী রুস্তম আলী মারা গেছেন। বুধবার (৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাবন্দি রুস্তম আলীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তার পিতার নাম মৃত মেফর আলী ওরফে শমসের বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন রুস্তম আলী। পরে কারা কর্তৃপক্ষ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
রুস্তম আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ