নিজস্ব প্রতিবেদকঃ দেশের ১ হাজার ২৪৩ জন কন্যাশিশু অক্টোবর মাসে বাল্যবিয়ের শিকার হয়েছে। বাল্যবিয়ের সংখ্যা বাড়ার কারণ- দরিদ্রতা, পারিবারিক ও সামাজিক অসচেতনতা। দেশের ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানান মহিলা পরিষদ।
মহিলা পরিষদ সভাপতি ড. ফওজিয়া মোসলেম বলেন, উন্নয়নশীল বিশ্বে গর্ভ ও সন্তানধারণের জটিলতা, অল্প বয়সে নারী মৃত্যুর অন্যতম কারণ বাল্যবিয়ে। আর এই বাল্যবিয়ে ঠেকাতে মেয়েশিশুর পরিবারকে সচেতন করতে হবে, নতুবা বাল্যবিয়ে ঠেকানো সম্ভব নয়।
অক্টোবর মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩৮০ জন কন্যাশিশু এবং ২২৩ জন নারী। এদিকে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি নেয়ার পরেও বাল্যবিয়ে বন্ধ হচ্ছে না।
সান নিউজ/এমএইচ