নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৩০১ রাউন্ড গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগ ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. হোসেন (৫৫), লাল তন পাংখোয়া (৪১), মো. আলী আকবর (৫৫) ও আদিলুর রহমান সুজন (৩৮)।
সোমবার (১ নভেম্বর) ডিএমপির সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিটিটিসির অতিরিক্ত কমিশনার জানান, রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী ভারতের মিজোরাম ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত থেকে অবৈধভাবে অস্ত্র ও গুলি নিয়ে আসতো। পরে তারা পার্বত্য অঞ্চলসহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/এমএইচ