নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বে সুখী দেশের তালিকায় ১০১তম অবস্থানে বাংলাদেশ। এমনকি তালিকায় পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও মিয়ানমারকে। বাংলাদেশ গত বছর ১০৭তম অবস্থানে ছিল যা তুলনায় ছয় ধাপ এগিয়েছে। ২০১৯ সালে ছিল ১২৫তম অবস্থানে।
কান্ট্রিইকোনোমি.কম ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এবার তারা বিশ্বের শতাধিক দেশে জরিপ চালিয়ে মোট ১৪৯টি সুখী দেশের তালিকা প্রকাশ করেছে।
এর মধ্যে প্রথম অবস্থানে আছে ফিনল্যান্ড। এছাড়া ভারত ১৩৯তম, পাকিস্তান ১০৫তম, শ্রীলংকা ১২৯তম ও মিয়ানমার ১২৬তম স্থানে অবস্থান করছে। আর তালিকায় রাজনৈতিকভাব বিধ্বস্ত আফগানিস্তানের অবস্থান শেষের দিকে ছিল।
সান নিউজ/এমএইচ