নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ভাটারায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক জনকে পুলিশ গ্রেফতার করেছে।
রোববার (৩১ অক্টোবর) রাত বারোটা ১৫ মিনিটে শেওড়া রেলগেইট এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে।
ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবন্ধী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। একজন না দুজন এ ঘটনাটি ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মেয়ে টি বাক প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারে না। তাই এ মুহুর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তবে এ ঘটনায় ১ জন কে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রকৃয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সান নিউজ/এমএইচ