নিজস্ব প্রতিবেদক: সারাদেশে রোববার (৩১ অক্টোবর) তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। কিছু এলাকায় আকাশ মেঘলা দেখা যেতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ শনিবার (৩০ অক্টোবর) রাতে এ তথ্য দেন। তিনি বলেন, আগামী কয়েকদিন আবহাওয়ার বেশি তারতম্য দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। কোথাও বৃষ্টির আভাস নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী দুদিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে। আগামীপাঁচ দিনের আবহাওয়ায় বলা হয়েছে, তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
সাননিউজ/এমআর