নিজস্ব প্রতিবেদক: ঢাকার যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মুমতাহিনা পিয়া (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামী সাইফুল ইসলাম লন্ডন প্রবাসী। দুই মাস আগে টেলিফোনে তাদের বিয়ে হয়েছিল।
যাত্রাবাড়ী থানার এসআই মহামুদা রহমান শনিবার (৩০ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রামের ইকবাল ভূঁইয়ার সন্তান।
তিনি আরও জানান, প্রিয়া শপিং করতে ঢাকায় আসেন। এক পর্যায়ে তার বন্ধু অনিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে অনিকের বাইকে করে মুন্সিগঞ্জ দেশের বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার কুতুবখালী টোলপ্লাজার পাশে চলন্ত বাইকে তার পরনে বোরকার কিছু অংশ চাকায় পেচিয়ে যায়। তখন ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল পার্কিং করে চাকায় জড়িয়ে যাওয়া বোরকার বের করার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় পিয়া।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এই নিহত নারীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাসকে শনাক্ত করার চেষ্টা চলছে।
সাননিউজ/এমআর