নিজস্ব প্রতিবেদক: ঢাকার কাফরুল থানাধীন ইব্রাহিমপুরে সুয়ারেজ লাইন বিস্ফোরণ ঘটেছে। এতে দুই পথচারী আহত হয়েছে। জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটে।
ইব্রাহিমপুর ৯১৬ নম্বর বাসার সামনে শনিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে একটি সুয়ারেজ লাইন বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন- শুভ ও শাকিল নামে দুই বন্ধু।
মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে কোনও অগ্নিকাণ্ড ঘটেনি।
তিনি জানান, সুয়ারেজের ভেতরে তিতাস গ্যাসের লাইন লিগ ছিল। জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই সুয়ারেজ লাইন ঢাকনা প্রায় ২০ হাত দূরে গিয়ে পড়ে এবং আশেপাশের রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণের কারণে রাস্তার নিক্ষিপ্ত পাথর দ্বারা দুজন আহত হয়েছে।
সাননিউজ/এমআর